স্বামী মাহাবুব হোসাইনকে জামাত কর্মী বানিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ করেছেন পুলিশ কর্মকর্তা স্ত্রী হোসনে আরা পুতুল। তিনি খবর ২৪ ঘন্টার কাছে অভিযোগ করে জানান, তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দেওয়ার পর থেকে বোয়ালিয়া থানা পুলিশ সাদা পোশাকে তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে। তারা স্থানীয় আ'লীগ ও ওয়ার্কার্স পার্টির নেতাদের কাছ থেকে একটি প্রত্যয়ন নেয়ার চেষ্টা করছে। যে প্রত্যায়নে তার স্বামী মাহবুব হোসাইনকে জামাত-শিবির বলে উল্লেখ করা হবে। যদিও বোয়ালিয়া থানা পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
অভিযোগ দেয়ার পর থেকে তিনি আর শান্তিতে থাকতে পারছেন না। পুলিশ সদস্য হয়েও তাকে অসহযোগিতা করা হচ্ছে। তিনি আরো অভিযোগ করেন, পুলিশ কমিশনারের কাছে বাদী হয়ে তিনি নিজে অভিযোগ করেছেন কিন্ত আরএমপি সদর দপ্তর থেকে তার শ্বশুর-শাশুড়িকে চিঠি দিয়ে সাক্ষ্যগ্রহণের জন্য ডাকা হয়েছে। স্মারক নং-আরএমপি স্টেনো-১/১২৫ তারিখ-২৪-৩-২০২১ ইং । আজ ২৭ মার্চ তাদের সদর দপ্তর ডাকা হয়। এটি তদন্ত করেছেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মজিদ আলী বিপিএম।
তিনি আরো অভিযোগ করেন, তার স্বামীকে গ্রেফতারের পর থানার ওসির নম্বরে রাত থেকে সকাল পর্যন্ত একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ করা হয়নি। সকালে থানায় গেলে ওসি তাকে বিভিন্ন কথা বলেন এ কারণেই তিনি অভিযোগ করেন। ওসির কথা না শোনায় তার স্বামীকে সন্ত্রাস আইনে মামলা দেয়া হয়। এটি নিয়ে তিনি সুষ্ঠ তদন্ত চান। তবে এসব অভিযোগ অস্বীকার করেন ওসি।
উল্লেখ্য, নারী পুলিশ কর্মকর্তা হোসনে আরা পুতুলের অভিযোগের পর তা নিয়ে রাজশাহীর আঞ্চলিক ও জাতীয় দৈনিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এস/এম
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০