খবর২৪ঘণ্টা ডেস্ক: স্বাধীন মত প্রকাশ করায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, আবরার অপরাজনীতির শিকার।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ড. কামাল আবরার হত্যাকাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন।
তিনি বলেন, এমন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। ছাত্ররাজনীতিরর নামে প্রকৃতপক্ষে সংঘবদ্ধ অপরাধ করছে ছাত্ররা।
ড. কামাল জানান, মত প্রকাশের জন্য হত্যা গণতন্ত্রের ষোলোআনা পরিপন্থী। এমন ঘটনায় দেশের মানুষ উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন ড. কামাল। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাস বন্ধ হতে হবে।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০