খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এ উপলক্ষে পাঠানো পৃথক চিঠিতে শুভকামনাও জানান তিনি।
রাষ্ট্রপতিকে দেয়া চিঠিতে ট্রাম্প বলেছেন, ‘২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশটির ইতিহাস ও ঐতিহ্য উদযাপনে যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আমিও শামিল হবো। আমরা বাংলাদেশের সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতির প্রশংসা করি। একইসঙ্গে গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাসবাদ মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগে দুই দেশের অংশীদারিত্বকে আরও জোরদার করার ইচ্ছা রয়েছে আমাদের। আমাদের আন্তরিকতা উভয় দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি ধরে রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।’
চিঠিতে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘সহিংসতার কারণে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে আপনাকে ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশিদের সহানুভূতিশীল মানসিকতাকে সম্মান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।’
প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে রোহিঙ্গা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, নিরাপত্তার জন্য বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্কট মোকাবিলায় আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নির্যাতিত নারী-পুরুষ ও শিশুদের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
চিঠির শেষে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প লিখেছেন, স্বাধীনতা দিবসে বাংলাদেশের সবার প্রতি রইলো আমার শুভকামনা।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০