আন্তর্জাতিক ডেস্ক: এ বছর স্বাধীনতা দিবসের দিনেই ছিল নাগপঞ্চমী। আপাত ভাবে দেশের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে হিন্দুদের ধর্মীয় এক রীতির কোনও মিল থাকার কথা নয়। নেইও। কিন্তু কাকতালীয় ভাবে এমন দু’টি ঘটনা ঘটল গত বুধবার, তাতে চমকে উঠতেই হবে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মধ্যপ্রদেশের এক স্কুলে পতাকা উত্তোলনের পরে আচমকাই দেখা যায় পতাকা জড়িয়ে রয়েছে এক প্রকাণ্ড গোখরো সাপ! বাইতুল গ্রামের হিভারওয়াদিতে এহেন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলের ছাত্র ও শিক্ষকদের মধ্যে। পরে সকলের খেয়াল পড়ে, ওইদিন নাগপঞ্চমীও বটে। দেখুন সেই ঘটনার ভিডিও—
https://twitter.com/santryal/status/1030388531137597440?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1030388531137597440&ref_url=https%3A%2F%2Febela.in%2Foffbeat%2Fcobras-found-on-flag-poles-on-two-places-of-india-dgtl-1.849062
অবিশ্বাস্য হলেও সত্যি, ওইদিন একই ঘটনা ঘটেছে ওড়িশার বাঁকি অটোনমাস কলেজ। সেখানেও পতাকা তোলার লাঠিতেই উঠে পড়েছিল আর একটি গোখরো সাপ! পরে স্নেক হেল্পলাইনে ফোন করে মেলে অব্যাহতি।
দু’টি ঘটনা নিয়েই তোলপাড় নেটবিশ্ব। ভিডিও দেখে অবাক হয়ে যাচ্ছেন নেটিজেনরা।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০