বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোর বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। স্বাধীনতা দিবসে ওই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগ আনেন এক পক্ষ। অন্যদিকে অপর পক্ষ এসব ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেছেন।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে বাগাতিপাড়ার তমালতলা বাজারস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সুযোগ না দিয়ে অপমান করার অভিযোগ আনেন বীর মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা শ্যামল কুমার রায়। তিনি আরো বলেন, অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের বসার স্থান না থাকায় অনুষ্ঠানস্থলে অনেককে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
এক পর্যায়ে মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় এর প্রতিবাদ করে বক্তব্য দিতে চাইলে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি আবুল কালাম আজাদ তাকে বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে বলেন। এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে কিছু মুক্তিযোদ্ধা ও স্থানীয় কয়েকজন সভা বর্জন করে চলে যান বলে বক্তব্যে উল্ল্যেখ করেন। সে সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট মাজেদুর রহমান চাঁদ ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের ছেলে শামিম আহম্মেদ সাগর, মুক্তিযোদ্ধা সন্তান নাফিউর রহমান উৎপল। এ ঘটনায় কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।
এদিকে বুধবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবে এক পাল্টা সংবাদ সম্মেলনে সাবেক (ভারপ্রাপ্ত) কমান্ডার আজাদ হোসেন লিখিত বক্তব্যে এসব অভিযোগ ভিত্তিহীন ও পরিকল্পিত দাবি করে বলেন, গত ২৬ মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে অত্যান্ত সৌজন্য মূলকভাবে ও সম্মানের সহিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় ছাড়া অন্য ১৪১ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা সম্মাননা গ্রহণ করেছেন। স্থানীয় সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম প্রধান অতিথি থেকে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ও খাবার প্যাকেট তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানস্থলে বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি বসার ব্যবস্থা ছিল। সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কোন প্রকার অসম্মান করা হয়নি।
বরং সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রশাসক হিসেবে কমান্ডের দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা মাজেদুর রহমান চাঁদ এবং বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করা হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের তথ্য পরিবেশন করেছেন। যা আদৌ মুক্তিযোদ্ধাদের পক্ষের বক্তব্য নয়। এ বিষয়ে বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আশরাফুল আলম খান ডাবলু, সুকুমার মুখার্জী, পুলক কুমার রায়, রেজাউন্নবী রেনু, এনামুল হক, আঃ মজিদ, প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০