খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: স্বজনদের কান্নায় হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। বেলা ২টার দিকেই নিহতদের পরিবার ও আত্মীয় স্বজনরা আর্মি স্টেডিয়ামে এসে জড়ো হয়েছে।
এর আগে দুপুর সোয়া ২টায় নেপালের ত্রিভূবন বিমানবন্দর থেকে ২৩ বাংলাদেশি মরদেহ নিয়ে বিমান বাহিনীর একটি কার্গো বিমান ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।
এছাড়া পৌনে ২টায় দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিসহ অন্যান্য স্বজনদের নিয়ে ইউএস-বাংলার একটি ফ্লাইট ত্রিভূবন বিমানবন্দর ছেড়ে আসে।
গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণকালে দুর্ঘটনার কবলে পড়ে ইউএস-বাংলা এয়ালাইন্সের ওই প্লেন। এতে প্রাণ হারান মোট ২৬ বাংলাদেশি। এদের মধ্যে শনাক্ত করে দেশে আনা হচ্ছে ২৩ জনের মরদেহ, শনাক্ত প্রক্রিয়ায় রয়ে গেছে আরও তিনজনের মরদেহ।
বিমানবন্দরে ২৩ জনের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০