খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ইনজুরির কারণে স্পেনের বিপক্ষেও মাঠে ছিলেন না আর্জেন্টাইন দলের প্রাণ ভোমরা মেসি। আগের ম্যাচে ইতালির বিপক্ষে গ্যালারি থেকে দলের জয় দেখলেও স্পেনের বিপক্ষে ৬-১ গোলের হতাশার পরজয় দেখতে হয়ে এই তারকাকে। আর বিশ্বকাপের আগে দলের এমন হারকে থাপ্পড় হিসেবে অভিহিত করছেন কোচ সাম্পাওলি।
ম্যাচ শেষে আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘স্পেন আমাদের থাপ্পড় দিয়েছে। ম্যাচটি আমাকে ভালো করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপক্ষের কাছ থেকে আমরা এতটা চাপ আশা করিনি। পরিশ্রম অব্যাহত রাখতে হবে।’
ইনজুরির কারণে ইতালির বিপক্ষে মাঠে না নামলেও ধারণা করা হচ্ছিল স্পেনের বিপক্ষে মাঠে নামবেন মেসি। তবে দলের সঙ্গে দ্বিতীয় দিন অনুশীলন করলেও শেষ সময়ে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেন এই তারকা। আর তাই ম্যাচে মেসির অভাব ভালোভাবেই টের পান কোচ।
মেসিকে নিয়ে বলেন, ‘লিও আমাদের সঙ্গে অনুশীলন করেছিল। কিন্তু এখনো পায়ে অস্বস্তি আছে। তাই মাঠে নামেনি। আমরা তার অনুপস্থিতি বেশি অনুভব করেছি। তবে দলকে সে উৎসাহ দিয়েছে। বিরতির সময় দলের সঙ্গে কথাও বলেছিল।’
এদিকে বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে এই ম্যাচ থেকে শিষ্যদের শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছে সাম্পাওলি বলেন, ‘আমাদের ভুল থেকে শিক্ষা নেয়া প্রয়োজন। প্রতিপক্ষ যেভাবে দাপট দেখিয়ে খেলেছে সেটা আশা করতে পারি না।’
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০