খবর২৪ঘণ্টা ডেস্ক: স্পেনে রবিবার দুপুরে মায়োর্কা দ্বীপে উড়ন্ত অবস্থায় হেলিকপ্টার ও ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ইনকা হাসপাতালের ওপর এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে উদ্ধারকারী বাহিনী।
এ ব্যাপারে কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটিতে দুই শিশুসহ মোট পাঁচজন আরোহী ছিলেন। আর দুই আসনের ছোট বিমানটিতে আরোহী ছিলেন দু’জনই। মধ্য আকাশে হেলিকপ্টার ও বিমানটির মধ্যে সংঘর্ষে তারা সবাই প্রাণ হারান।
এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০