খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারে ‘হিজামা থেরাপি সেন্টার এন্ড বডি মাসাজ’ (hijama Therapy Center & Body Massage) নামের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে নারী পুরুষসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গুলশান-১ এর নাভানা টাওয়ারের লেভেল ২২/এ, ৪৫ নম্বর অ্যাপার্টমেন্টের ১৮/এ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত এখানে স্পার নামে ঢাকায় বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের যুবতী ও নারীদের একত্রিত করে অবৈধ দেহ ব্যবসা পরিচালনা ও যৌন শোষণ ও নিপীড়নমূলক কার্যক্রম পরিচালনা করে হচ্ছিল।
তিনি বলেন, এসময় সেখানে অসামাজিক কার্যকলাপ ও পতিতাবৃত্তির দায়ে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং পতিতাবৃত্তির কথা স্বীকার করে।
অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য পতিতালয় স্থাপন, পরিচালনা করে এবং পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান করে দেশের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে গ্রেফতার আসামীদের বিরুদ্ধে গুলশান থানায় মানব পাচার দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০