সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ইস্যুতে স্থায়ী সমাধান না আসা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতারা। একইসঙ্গে আগামীকালও রাজধানীসহ সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি চলবে বলে জানিয়েছেন।
বুধবার (১০ জুলাই) দিনব্যাপী রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে বাংলা ব্লকেড কর্মসূচি পালন শেষে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে শাহাবাগ মোড়ে সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানেই সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ বলেন, আগামীকাল বিকেল সাড়ে তিনটায় সারা দেশে বাংলা ব্লকেড অব্যাহত থাকবে। রাজপথে আমাদের আন্দোলন চালিয়ে যাব, যতদিন দাবি মানা না হবে। দেশের আনাচে-কানাচে বাংলা ব্লকেড অব্যাহত রাখা হবে। দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড পালিত হবে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০