খবর ২৪ ঘণ্টা ডেস্ক: স্ত্রী ও ৩ সন্তানকে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের দক্ষিণ দিল্লির মেহরৌলিতে। মৃতদের মধ্যে ২ মাসের এক শিশুও রয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্ত উপেন্দ্র শুক্লা গৃহ শিক্ষকতা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্লা পরিবারকে হত্যার কথা স্বীকার করলেও, কারণ কিছু জানাননি।
পুলিশ জানিয়েছে, উপেন্দ্র শুক্লা শনিবার ভোররাত ২টো নাগাদ পরিবারের সকলের গলা কাটে। ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশীরা উপেন্দ্র শুক্লার স্ত্রী ও সন্তানদের দেহ তাদেরই চোখে পড়ে। তিন সন্তানের মধ্যে রয়েছে ৭ বছরের মেয়ে, ৫ বছরের ছেলে এবং ২ মাসের কন্যা সন্তান। পুলিশের সাহায্যে বাড়ির দরজা ভাঙার পর দেহগুলি উদ্ধার করা হয়।
অভিযুক্তের শাশুড়ি বলেছেন, সকালেই তিনি বাড়ির দরজা বন্ধ দেখেছিলেন এবং জামাইকে দেখেন বাড়ি ছেড়ে চলে যেতে। সেই সময় তিনি প্রতিবেশীদের জানান এবং তারা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন।
পুলিশ জানিয়েছে উপেন্দ্র শুক্লা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০