খবর ২৪ ঘণ্টা ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় শরীরে আগুন দেয়া শাহিনুর আক্তার নামে এক তরুণী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত শাহিনুর চট্টগ্রামের রাউজান উপজেলার সোনাগাজী গ্রামের জাফর আলমের মেয়ে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রোববার তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, শাহিনুরের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
উল্লেখ্য, রোববার শাহিনুর সালাহ উদ্দিনের কাছে গিয়ে স্ত্রীর স্বীকৃতি চাই। কিন্তু শাহিনুরকে স্ত্রী স্বীকৃতি না দিয়ে সালাহ উদ্দিন তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০