খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কুষ্টিয়ার জুগিয়া এলাকায় পারিবারিক কলোহের জের ধরে দীপ্ত (২৫) নামে এক যুবক নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার জুগিয়া বটতলা পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দীপ্ত একই এলাকার আতর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, স্ত্রীর সঙ্গে কলোহের জের ধরে দীপ্ত নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন। এতে তিনি মারাত্বকভাবে দগ্ধ হন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, রাতে অগ্নিদগ্ধ হয়ে এক যুবককে নিয়ে আসে তার পরিবারের লোকজন। তবে তার অবস্থা খুবই খারাপ ছিলো। শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিলো। তাই তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। ঢাকায় নেয়ার পথে রাতে দীপ্ত মারা যান বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০