সেই ছোটবেলা থেতে আমাকে এসব কথা সহ্য করতে হচ্ছে, সাক্ষাৎকারে বলতে শোনা গেল সায়ন্তনীকে। বডি শেমিং নিয়ে ফের সরব হলেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। এর আগেও তিনি জানিয়েছেন কীভাবে তাঁকে নিজের বড় স্তনের জন্য সমালোচনার মুখোমুখি পড়তে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, এটা আজকে, অভিনয়ে পা রাখার পর থেকে নয়, বরং ছোটবেলা থেকেই তাঁর সাথে হয়ে আসছে।
টলিউড আর বলিউড-- দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন সায়ন্তনী। এর আগে একবার জানিয়েছিলেন কীভাবে কিছু মানুষ তাঁকে নোংরা মোংরা ম্যাসেজ করে স্তনের মাপ নিয়ে। তাঁর ব্রায়ের সাইজ জানতে চেয়ে ম্যাসেজ পাঠায়। বলিউড বাবলকে সায়ন্তনী এই প্রসঙ্গে জানালেন, ‘আমার যতদূর মনে পড়ে, আমি টিনেজ থেকেই এই ধরনের কথা শুনে আসছি। একবার এক মহিলা আমায় বলেছিল, ‘তোমার বুক তো সমান নয়, বেশ ভালো। অনেক বড়ই। তুমি অনেক সেক্স করেছ না?’ আসলে অনেকেই ভাবেন তোমার স্তন বড় মানেই তুমি অনেক সেক্স করেছ। আর আমি তখন বুঝতামই না উনি ঠিক কী বলতে চাইছেন। কারণ আমি তখন ভার্জিন। আমি না এসব কথায় ভয় পেতাম। তোমার অজান্তেই এসব কথা মনে একটা ক্ষত তৈরি করে দিয়ে যায়।’
মাসকয়েক আগে একটা বড় পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সায়ন্তনী এই নিয়ে যখন তাঁকে ‘আস্ক মি এনিথিং’ সেকশনে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন স্তনের মাপ নিয়ে। লিখেছিলেন, ‘অনেক পুরুষই আছেন যারা জানতে চান মেয়েদের স্তনের মাপ। বাদ যান না নারীরাও! স্তন ছোট হোক বড়, তা নিয়ে চলে বডি শেমিং। সায়ন্তনীর কথায়, 'একসময় আমিও চুপ থেকেছি, যখন কোনও পুরুষ আমার স্তনের দিকে তাকিয়ে থেকেছে। কিন্তু অনেক হয়েছে। আমার মনে হয় মেয়েদের নিজেদের ভালোবাসার সময় এসেছে... বডি শেমিং করলে উচিত জবাব দিন, তা ছেলে হোক বা মেয়ে।’
২০০৬ সালে কেরিয়ার শুরু করেন সায়ন্তনী ঘোষ৷ টিভির পরদা থেকেই তাঁর কেরিয়ার শুরু৷ ‘কুমকুম এক প্যায়ারা সা বন্ধন’-এ নজর কাড়েন তিনি৷ এরপর ‘নাগিন’, ‘বনু ম্যায় তেরি দুলহন’, ‘মহাভারত’ ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে৷
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০