নাটোর প্রতিনিধি: নাটোরের বড়গাছা এলাকার ছাত্রীনীবাসে কেরোসিন স্টোভ বিস্ফোরনে অগ্নিদগ্ধ সানজিদা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। ঢাকা মেডিকেলে অবস্থানরত অপর অগ্নিদগ্ধ ছাত্রী শামাীমার ভাই মোঃ কাউসার(০১৭৮০-৪৪৮৬১৭) এ তথ্য নিঃশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তার বোনের বান্ধবী অগ্নিদগ্ধ সানজিদাকে মৃত ঘোষনা করে। সানজিদার বাড়ি লালপুরের সালামপুরে।
গত ২৭ জুন সকালে কেরোসিন স্টোভে খিচুড়ি রান্নার সময় নাটোর এন এস সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ৩ ছাত্রী অগ্নিদগ্ধ হয়। তাদের মধ্যে শামিমা ও সানজিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন শামীমার বাড়ি গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০