বিনোদন ডেস্ক : বিপিএলের ১১তম আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। দলটির নাম রাখা হয়েছে ঢাকা ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল রাজধানীর দলটি।
আর দলের প্রথম ম্যাচটি দেখতে মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছিলেন শাকিব খান। কিন্তু দলের মালিককে খুশি করতে পারেননি লিটন-মোস্তাফিজরা।
এদিন ম্যাচ দেখতে দলের সঙ্গে মিরপুরে উপস্থিত হয়েছিলেন শাকিব খান। তার সঙ্গে ছিলেন আরেক চিত্রনায়ক মামনুন হাসান ইমন।
নিজেদের প্রথম আসরেই শক্তিশালী স্কোয়াড গঠন করেছে দলটির ম্যানেজমেন্ট। আর কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেটের সফলতম কোচ খালেদ মাহমুদ সুজনকে। আর অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কান থিসারা পেরেরা। তবে প্রথম ম্যাচটা রাঙাতে পারেনি তারা।
মাঠে সেরাটা দিতে ব্যর্থ হলেও প্রথমবার বিপিএলে এসে প্রতিটি ক্ষেত্রেই চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস। ১ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে থিম সং। গানটি লিখেছেন রাসেল মাহমুদ। গানটি তৈরি করেছেন প্রীতম হাসান। ভিডিও নির্দেশনা দিয়েছেন রাকিব আহমেদ। কোরিওগ্রাফির কাজ করেছেন বিল্লাল-রোহান।
গানটিতে পারফরম করেছেন মামনুন হাসান ইমন, সিয়াম আহমেদ, স্পর্শিয়া, পূজা চেরি, দীঘি, বিদ্যা সিনহা মিমসহ একঝাঁক তারকা।
উল্লেখ্য, নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০