নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সদস্যদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছে আরএমপির কমিশনার একেএম হাফিজ আক্তার। সোমবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন, এডিসি (সদর) গোলাম রুহুল কুদ্দুস, এসি (বোয়ালিয়া) একরামুল হকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ। উল্লেখ্য, ২০১৭ সালের ৩রা জানুয়ারী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে রাজশাহী মহানগরীতে সর্বপ্রথম রাজশাহী কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম শুরু হয়। মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের
ভূমিকা, জঙ্গিবাদ বিরোধী তৎপরতা, সামাজিক বন্ধন, পারিবারিক মূল্যবোধ, নৈতিকতা, সাইবার অপরাধ ও মাদকের কুফল ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। আরএমপি কমিশনার তার বক্তব্যে বলেন, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পারস্পারিক সম্পর্ক জোরদার হয়েছে। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে এবং দেশের সার্বিক উন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইবার অপরাধ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে তাদের সর্তক থাকতে হবে এবং এ ধরনের কার্যক্রম প্রতিরোধে ইতিবাচক নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০