দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি বাজারে স্কুলগামী ছাত্রীদের উত্যক্তের দায়ে আবু জাফর (১৯) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার রায় দেন। সাজাপ্রাপ্ত যুবক রাজশাহীর পবা উপজেলার দাউদপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
জানা গেছে, সোমবার সকালে দাউকান্দি বাজার দিয়ে স্কুলে যাচ্ছিলো। এ সময় যুবক জাফর স্কুলছাত্রীদের উত্যক্তমূলক কথা বলছিল। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে তাকে তাকে আটক করে। দুপুর দু’টার দিকে তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০