খবর২৪ঘণ্টা,ডেস্ক:সৌদি আরবে রাজপরিবারের এক যুবরাজের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম ফয়সাল বিন বান্দার বিন ফাহাদ বিন সাদ বিন আবদুল রহমান আল সৌদ। মঙ্গলবার সৌদি রয়্যাল কোর্ট রাজপরিবারের এ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করে। তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। খবর গাল্ফ বিজনেস ডটকম।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন কেএসএ টিভির সংবাদে জানানো হয়েছে, ফয়সাল বিন বান্দার নামের এ যুবরাজ অনেকটা নীরবেই চলাফেরা করতেন। মঙ্গলবার আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহতে যুবরাজ ফয়সাল বিন বান্দারের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০