রাজশাহীর পুঠিয়ায় একদিন আগেই সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল নয়টায় পুঠিয়া পৌর সদরের কৃষ্ণপুর এলাকার একটি মসজিদে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়। এই ঘটনায় এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে।
ওই এলাকার এক শিক্ষক জানান, ঈদের একদিন আগে ঈদুল ফিতরের নামাজ আদায় করার ঘটনা এবারই প্রথম। এর আগে কখনও এধরণের ঘটনা ঘটেনি। ইফতার করার সময় হওয়ার পাঁচ মিনিট আগেই তারা ইফতার করে ও মাইকে আজান দেয়। এতে অাশেপাশের অনেক রোজাদার বিভ্রান্তির মধ্যে পড়ে।
মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান বলেন, আমরা সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের মসজিদে সকাল নয়টায় ঈদুল ফিতরের নামাজ পড়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মো.আনাছ জানান, সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে এটা তিনি শুনেছেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০