আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের দল ছড়িয়ে পড়েছে ইয়েমেনে। সেখান থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে এসব কীট আফ্রিকার ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়ায় ঘাঁটি গেড়েছে। এবার সেই পঙ্গপালের ঝাঁক হানা দিয়েছে সৌদি আরবেও।
দেশটির জাজান, আসির, আল-বাহা, আল-লেখ, কুনফোদাহ অঞ্চল আক্রান্ত করে মক্কাতেও পৌঁছে গেছে এসব পতঙ্গ।
বিশেষজ্ঞরা বলছেন, পূর্ব আফ্রিকা থেকে আসা এসব পঙ্গপাল ইতিমধ্যে সৌদির বেশ কয়েকটি অঞ্চলের ফসল ক্ষতিগ্রস্ত করেছে।
সৌদির মরুতে পঙ্গপালের দ্রুত বিস্তার ঘটবে আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা।
তারা বলছেন, সৌদির আবহাওয়া পঙ্গপালের বংশবৃদ্ধির জন্য অত্যন্ত উপযুক্ত। এছাড়া এসব পতঙ্গের ডিম দেয়ার সময় হয়ে এসেছে। দ্রুত এদের বিস্তার রোধে বাঁধা না দিলে আরো তীব্র হয়ে দেখা দেবে এসব পঙ্গপাল।
বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন, এসব পঙ্গপাল দিনে প্রায় ১৫০ কিলোমিটার পাড়ি দিতে পারে। এদের ছোটখাটো একটি ঝাঁক একদিনেই ৩৫ হাজার মানুষের খাবারের সমান ফসল খেয়ে ফেলতে পরে।
এদিকে পঙ্গপালের ঝাঁক ইতিমধ্যে জর্ডান আক্রমণ করে ইসরাইলের দিকে যাচ্ছে বলে জানা গেছে।
পঙ্গপালের আক্রমণ থেকে রেহাই পেতে জরুরি অবস্থা ঘোষণা করেছে জর্ডান।
দেশটির কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরব থেকে আসা পঙ্গপাল জর্ডানে তাণ্ডব চালাচ্ছে। যে কোনো সময় পার্শ্ববর্তী দেশ ইসরাইলেও পঙ্গপাল হানা দেবে।
প্রসঙ্গত, এবার পঙ্গপালের তাণ্ডব শুরু হয় পাকিস্তানে। গত ২০ বছরের মধ্যে এবারই সবচেয়ে বড় পঙ্গপালের আক্রমণে পড়েছে পাকিস্তান। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে পাক সরকার। পঙ্গপালের ঝাঁক দেশটির তুলা, গম, ভুট্টাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি করছে।
সেই পোকার ঝাঁক আফ্রিকার খাদ্য সংকটপূর্ণ দেশ সুদান, দক্ষিণ সুদান, কেনিয়া, তানজানিয়া ও উগান্ডাতেও আক্রমণ করেছে।
গত কয়েকদিনে পোকাগুলো বিস্তার লাভ করে সৌদি আরব হয়ে জর্ডানে পৌঁছেছে
সূত্র: দ্য ন্যাশনাল এ ই, আইএসসিআর রিসার্চ, আরব নিউজ
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০