খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সৌদি আরবের টিকিটের সংকট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তাই টিকিট কিনতে সৌদি গমনেচ্ছুদের হুড়োহুড়ি না করার পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এসব কথা বলেন।
আরবি চলতি সফর মাস শেষ হওয়ার আগেই সৌদিগমনেচ্ছুরা দেশটিতে যেতে পারবেন বলে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'টিকিটেরও কোনো সমস্যা হবে না। সবাই যেতে পারবেন সফর মাস শেষ হবার আগেই। প্রয়োজনে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।
প্রতিমন্ত্রী লিখেন, নিজের টিকিটটা আগে সংগ্রহের উদ্দেশ্যে সবাই একসাথে টিকিট কাটার চেষ্টা করছেন বলে ভিড় হচ্ছে বা মনে হচ্ছে টিকিটের সংকট হচ্ছে, যা সত্য নয়। টিকিটিরও কোনো সমস্যা হবে না। সবাই যেতে পারবেন সফর মাস শেষ হবার আগেই। প্রয়োজনে ফ্লাইট সংখ্যাও বাড়ানো হবে। অযথা হৈ-হুল্লোড় বা তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই।
‘দাম্মামেও ফ্লাইট পরিচালনার জন্য আমরা বলেছি এবং তা করা হবে। তারিখ পরে জানিয়ে দেয়া হবে। কেউ বাদ যাবেন না’ ফেসবুকে লিখেন শাহরিয়ার।
স্ট্যাটাসে প্রতিমন্ত্রী সৌদি গমনেচ্ছু প্রবাসীদের ঢাকাস্থ সৌদি দূতাবাসে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য নিয়ম মেনে আবেদন করার আহ্বান জানান।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০