খবর২৪ঘণ্টা ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের সোলাই এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫জন।
নিহত দুই বাংলাদেশি হলেন- কুমিল্লার বরুরা উপজেলার ইয়াসিন মিয়া এবং ময়মনসিংহের গফরগাও উপজেলার ইয়াসিন আলী। তারা দুজনেই একটি কোম্পানীতে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ৪টার দিকে কাজ শেষ গাড়িতে করে বাসায় ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি সোলাই এলাকায় পোছালে একটি লড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।
নিহতদের লাশ বর্তমানে রিয়াদের সেমুসী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০