খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ভবনে আগুন লেগে নয়জন বিদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭জনই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ সাংবাদিকদের জানিয়েছেন, ওই ভবনে আগুনে হতাহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি আছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিশ্চিত করেনি।
বাংলাদেশ দূতাবাসের দুইজন কর্মকর্তা হাসপাতালে রয়েছেন। তারা সব তথ্য সংগ্রহ করে শিগগিরই হতাহতদের পরিচয় নিশ্চিত করে জানাবে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টার দিকে রিয়াদে অবস্থিত আল নুরা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনে আগুন লাগে। গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণে এই আগুন লেগেছে বলে ভবনের বাসিন্দারা জানিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছন, ওই ভবনে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নির্মাণশ্রমিকেরা থাকতেন। নিহতদের মরদেহ ও আহত ব্যক্তিদের রিয়াদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
রিয়াদের সিভিল ডিফেন্স মুখপাত্র মোহাম্মেদ আল হামাদি জানান, ভবনের দ্বিতীয় তলার প্রবেশ মুখে এ বিস্ফোরণ হয়। এখান থেকে বের হওয়ার জন্য আলাদা কোনো রাস্তা ছিল না। এ ঘটনায় সাত জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আটজন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০