খবর২৪ঘণ্টা ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে প্রকাশ্যে গ্রেফতার করা হয়েছে! ইতোমধ্যে সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা নিয়ে শোরগোল পড়ে গেছে।
দুই হাত পিছনে নিয়ে হ্যান্ডকাফ করা ভিডিওতে সোনাক্ষীকে চিৎকার করে বলতে শোনা যাচ্ছে, ''আমায় এভাবে গ্রেফতার করতে পারেন না, আমি কিছু করিনি, আমি ইনোসেন্ট...।''
ভিডিওতে দেখা যাচ্ছে, রূপালি গাউন পরে রয়েছেন সোনাক্ষী। কিন্তু কেন তাকে গ্রেফতার করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি একটি সংস্থার পক্ষ থেকে সোনাক্ষী সিনহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতেই কি অভিনেত্রীকে গ্রেফতার করা হয়? তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কোনো সিনেমার প্রমোশনের জন্যও সোনাক্ষী ওই ভিডিও আপলোড করেছেন বলেও জোর গুঞ্জন শুরু হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০