নিজস্ব প্রতিবেদক :
জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরমেন্স র্যাংকিং ২০১৬ ও ২০১৭ এর সেরা প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড ও সনদ গ্রহণ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। শনিবার সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তন ঢাকায় এক অনুষ্ঠানে সেরা প্রতিষ্ঠান প্রধানদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এর
হাত থেকে তিনি এ্যাওয়ার্ড গ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশীদ। উল্লেখ্য, রাজশাহী কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে পর পর তিনবার সেরা হওয়ার গৌরব অর্জন করে।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০