বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে বৈঠক চলছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এ বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের বৈঠকে ডাক পেয়েছেন। বৈঠকের পর বাংলাদেশ সময় দুপুর ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান। তবে এই ভাষণের বিষয়বস্তু কী হবে তা অজানা । অন্যদিকে দেশবাসীকে সংযত থাকার আহ্বান জানায় আইএসপিআর। এর আগে জানানো হয়েছিল দুপুর ২টায় সেনাপ্রধান বক্তব্য দেবেন।
জ/ন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০