খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: পিরোজপুরের জেলা জজ থেকে স্ট্যান্ড রিলিজ করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা বিচারক আব্দুল মান্নানকে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তাকে কুড়িগ্রামে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
এর আগে গত ৩ মার্চ পিরোজপুরের সাবেক সাংসদ এ কে এম আউয়াল দম্পতির জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে জেলা জজ মো. আব্দুল মান্নানকে স্ট্যান্ড রিলিজ করে (তাৎক্ষণিক প্রত্যাহার) আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। পরে সেই আদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে হাইকোর্ট।
গত ৪ মার্চ এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এই রুল জারি করেন।
এর আগে ৩ মার্চ দুপুরের দিকে সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা পারভীন দুর্নীতি মামলায় জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানের আদালতে হাজির হন। পরে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই আদেশের কিছু সময় পর জেলা দায়রা জজ মো. আব্দুল মান্নানকে স্ট্যান্ড রিলিজ করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয় এবং তার দায়িত্ব অতিরিক্ত জেলা দায়রা জজ নাহিদ নাছরিনকে বুঝিয়ে দেন তিনি। পরে ভারপ্রাপ্ত দায়রা জজ নাহিদ নাছরিন তার ক্ষমতা বলে আউয়াল দম্পতির জামিন দেন। ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করে। অনেকে এই ঘটনাকে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের সরাসরি হস্তক্ষেপ বলে অভিযোগ করেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০