বিনোদন ডেস্ক: গাড়ির কিনতে প্রথমেই মাথায় আসে ব্র্যান্ড, রঙ, ছাড়াও টেকনিকাল ব্যাপার স্যাপার৷ কিন্তু কখনও ভেবেছেন কারুকার্য করা গাড়িও হয়৷ তাও আবার নানা ধরণের ডিজাইন৷ মনে হচ্ছে, এরম রঙচঙা গাড়ি নিয়ে কে রাস্তায় বেরবে৷ বেরিয়ে পড়েছেন অনুষ্কা শর্মা এবং বরুন ধাওয়ান৷ তাও আবার রঙচঙা গাড়ি নয়৷ সূঁচ-সুচোয় তৈরি করা হয়েছে তাঁদের সাওয়ারি৷ বিভিন্ন রকমের সুতোর কাজ দিয়ে বানানো হয়েছে একটি গাড়ি৷ তাতে চেপে ‘সুই ধাঘা’র প্রচারে বেরিয়েছেন দুই অভিনেতা-অভিনেত্রী৷
ঠাকুরদার মৃত্যুর পর মৌজির পারিবারিক সেলাইয়ের ব্যবসার মারাত্মক ক্ষতি হয়৷ যার কারণে আর্থিক সমস্যায় ভুগতে শুরু করে তাঁর পরিবার৷ বাবার কাছে নিত্যদিন কোন না কোনও কারণে ভালোমন্দ কথা শুনতে হয় তাঁকে৷ এমনকি বাইরেও একই অবস্থা৷ যে মালিকের কাছে মৌজি কাজ করে, সে মৌজিকে মানুষ বলেও জ্ঞান করে না৷ টাকার পরিবর্তে মালিক নিজের বিয়েতে তাকে কুকুর বানিয়ে অথিতিদের মনোরঞ্জন করে৷ আর কিছু টাকার বিনিময় মৌজিক সবকিছু হাসি মুখে করে৷
তার কতটা সম্মানে লাগে তা তেমন প্রকাশ পায়নি, তবে একজন রোজ অসম্মানিত হয়৷ মমতা৷ মৌজির স্ত্রী৷ গরীব ঘরের মেয়ে হলেও আত্মসম্মানবোধ অনেকখানি৷ মূল্যের বিনিময় কিছুতেই সম্মান খোয়াবার পাত্রী সে নয়৷ শ্বশুড়বাড়িতে দিন রাত খেটেও পরিবর্তে নায্য সম্মান টুকুও পায় না সে৷ মমতার ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা৷
পরিস্থিত ধীরে ধীরে এম রূপ নেয় যে মৌজি এবং মমতাকে তাদের পরিবারের থেকে আলাদা হয়ে যেতে হয়৷ নতুন করে সেলাইয়ের ব্যবসা শুরু করার কথা ভাবে তারা৷ মৌজি-মমতার প্রচেষ্টায় কতদূর পৌঁছতে পারবে তারা৷ সফল হবে কিনা সবের উত্তর পাওয়া যাবে এ বছর সেপ্টেম্বরের ২৮ তারিখ৷সিনেম্যাটোগ্রাফি দেখে দর্শক খানিক ‘দম লাগাকে হাইশা’র সঙ্গে মিল খুঁজে পেয়েছেন৷ পাওয়ারই কথা, কারণ পরিতালক একই৷ শরত কাটারিয়া৷ কিন্তু পরিচালকের উপর পূর্ণ আস্থা আছে সিনেপ্রেমীদের৷ বরুন-অনুষ্কার কাছ থেকে যে দর্শকমহল নতুন চমক পেতে চলেছে তা ইতিমধ্যেই অনুমান করে ফেলেছেন সকলে৷
যদিও ছবির সঙ্গীত পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই৷ ট্রেলারের কমেন্ট সেকশনে সকলের নানা প্রশ্নে ভরে উঠছে৷ অনু মালিক, ছবিটির যথাযথ সঙ্গীত পরিচালনা করতে পারবে কিনা সে নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন৷ ছবিতে অনুষ্কা, বরুনের পাশাপাশি অভিনয় রয়েছেন, রঘুবীর যাদব৷
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০