খবর২৪ঘণ্টা, ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচনে অংশ নেয়ার যে ঘোষণা দিয়েছে বিএনপি তা পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বেলা ১১টা ১০মিনিটে ঠাকুরগাঁও ১ আসনে তার নিজের ফরম কেনার আগে তিনি একথা বলেন। তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এর নিকট থেকে ফরম সংগ্রহ করেন।
নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আর নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবো।
এসময় মির্জা ফখরুল বলেন, এই স্বৈরাচারী শাসকের অত্যাচারে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় আজ কারাগারে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব। নির্বাচনে অংশগ্রহণের মোটেও কোন পরিবেশ নেই। এই নির্বাচনে অংশগ্রহণ আমাদের আন্দোলনের অংশ। এর মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০