খবর ২৪ ঘণ্টা ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীকে আটকে রেখে ছয় সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে জেলার ২নং আমলী আদালতের বিচারক নবনীতা গুহ আসামি আবুল বাশারকে ৩ দিন ও ইউসুফ মাঝিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, মামলার প্রধান আসামি আবুল কালাম ওরফে বেচু মাঝি (৩৫) আজ বুধবার সকালে একই আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অন্যদিকে, গতকাল গ্রেফতারকৃত ৩ আসামি রুবেল, আরমান ও রায়হানকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল।
মামলায় এ পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং একজন আত্মসমর্পণ করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, জানান, মামলার অপরাপর আসামিদের গ্রেফতারেও পুলিশ সচেষ্ট রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাতে স্থানীয় সুবর্ণচর উপজেলার চরজব্বার বাজার থেকে স্বামীর মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ইউসুফ মাঝি ও বেচু মাঝির নেতৃত্বে ১০-১২ জন নির্যাতিতার স্বামীর মোটরসাইকেলের গতিরোধ করে মারধর করে। পরে তার স্বামীকে এক পাশে আটকে রেখে তাকে বেচু মাঝি, ফজলু ও আবুল বাসার পাশের কলা বাগানে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই রাতে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরের দিন নির্যাতিতার স্বামী ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো চারজনকেসহ মোট ১২ জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০