খবর ২৪ঘণ্টা ডেস্ক:বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় র্যাব-৬ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৭টার দিকে সন্দুরবনে র্যাব সদস্যরা টহল দিতে গেলে তাদের ওপর দস্যুবাহিনী গুলি চালায়। পরে র্যাবও পাল্টা গুলি করলে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও বনদস্যুদের ব্যবহৃত একটি ট্রলার উদ্ধার করেছে র্যাব। বন্দুকযুদ্ধে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে র্যাব দাবি করেছে।
খুলনা র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো. শামীম সরকার জানান, সোমবার সুন্দরবনের ওই এলাকায় র্যাবের একটি দল টহল দিতে গেলে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে বনে তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় ওই বনদস্যুদের উদ্ধার করে হাসপাতালে আনার পথে তাদের মৃত্যু হয়।
নিহত বনদস্যুদের নাম ঠিকানা জানা যায়নি। তাদের লাশ ও ব্যবহৃত অস্ত্র মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে র্যাবের ওই কর্মকর্তা জানান।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০