পাবনা প্রতিনিধি: আনন্দঘন পরিবেশে পাবনায় পালন করা হয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৮৭ তম জন্মবার্ষিকী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহন করেছে জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।
[caption id="attachment_21740" align="aligncenter" width="667"]
khobor24ghonta.com[/caption]
এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার এর সভাপতিত্বে আলোচনায় প্রধার অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রেসক্লাবের সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষন পরিষদের সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সালমা খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন সহ সাংবাদিকবৃন্দ, স্কুল কলেজে এর শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জেলার বিশিষ্ট শিল্পীবৃন্দ। এছাড়াও পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালায় সকাল দশটা থেকে দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়েছে। এছাড়া সুচিত্রা সেনের জন্মদিন পালনে সন্ধ্যায় ইফা ইন্সটিটিউটে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০