ঢাকাশুক্রবার , ৭ জুন ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

অনলাইন ভার্সন
জুন ৭, ২০১৯ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠাংঝাড়া সীমান্ত থেকে আতাবুল (২৮) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
আটক আতাবুল উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া গ্রামের মৃত খোকা শেখের ছেলে।

আজ শুক্রবার ভোরে ঠাংঝাড়া সীমান্তে ৯০৭নং মেইন পিলারের ১০নং সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, উপজেলার ঠাংঝাড়া সীমান্ত দিয়ে গরু পারাপারের সময় ভারতের আরকেবাড়ী ১৪৩নং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর টহল দল ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে এলেও আতাবুলকে (২৮) আটক করে বিএসএফ।
রংপুর-৫১ বিজিবি পরিচালক লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আতাবুল একজন গরু পারাপারকারী। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।