খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সীমান্তে হত্যা বন্ধে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার আশ্বাস দিয়েছেন বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা। সীমান্ত হত্যাকে শূন্যে নামিয়ে আনারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
আজ শনিবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে এসব কথা বলেন তিনি। গত বৃহস্পতিবার সকালে এই সম্মেলন শুরু হয়।
সম্মেলনের আজকের পর্বে বিএসএফ মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। বাংলাদেশের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বিজিবির সঙ্গে আমরা কিছু বিষয়ে সম্মত হয়েছি। সীমান্তে সমন্বিত যৌথ টহল, সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে সচেতনতা তৈরি, সীমান্তে হত্যা বন্ধ, মাদক, অবৈধ অস্ত্র ও মানবপাচার রোধে আমরা সম্মত হয়েছি।’
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০