ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় চেকপোস্ট এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ওই এলাকার নাগর নদীর তীরে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চেকপোস্ট কলোনি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে জিন্নাত আলী (৫৫)। তিনি ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, ঘাস কাটতে গেলে জিন্নাতকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। এ সময় পেটে গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন বর্ডার গার্ডের (৫০ বিজিবি) সহকারী পরিচালক এডি মোহাম্মদ রাজ মাহমুদ জানান, আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০