খবর২৪ঘণ্টা ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের উদ্দেশে বলেন, আপনার সময় হয়ে গেছে। বাংলাদেশের সকল জল ও স্থলপথ বন্ধ। আপনার পালিয়ে যাওয়ার কোন উপায় নেই। বিএনপি নেতাকর্মীরা আপনাকে পালিয়ে যেতে দেবে না।
সময় থাকতে খালেদা জিয়ার মুক্তি দিন। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।
আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেন, আর বেশিদিন বাকি নাই শেখ হাসিনার পতনের। আমরা শুধু একটা ধাক্কা দেব।
দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমি নাটোরের ছেলে বলছি। সকল সীমান্তে বিএনপি নেতাকর্মীদের পাহারা দিতে হবে। আজকে মঞ্চে একটি চেয়ার খালি রাখা হয়েছে। এখানে কোন নেতা বসবেন না। যেদিন এই চেয়ারে খালেদা জিয়া এসে বসবেন সেদিন এদেশে নির্বাচন হবে। এর আগে কোন নির্বাচন আমরা হতে দেব না।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০