খবর২৪ঘণ্টা ডেস্ক: আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সীমান্ত। ভারতের পাঞ্জাব প্রদেশে একের পর এক পাকিস্তানি ড্রোন দুঃশ্চিন্তা বাড়াচ্ছে ভারতীয় গোয়েন্দা ও সীমান্তরক্ষী বাহিনীর।
এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, গত সাপ্তাহে বিস্ফোরক বোঝাই দুটি ড্রোন ভূপাতিত করার পর তা আরো দুঃশ্চিন্তায় ফেলে ভারতীয় গোয়েন্দাদের। প্রথমে ড্রোনের হানায় তারা ভেবেছিল সীমান্তে নজরদারি বাড়াতেই একের পর এক ড্রোন উড়াচ্ছে পাকিস্তান।
কিন্তু বিস্ফোরক পাওয়ার পর তারা পাকিস্তানের ড্রোন নিয়ে নতুন সিদ্ধান্তে উপনীত হচ্ছে।
দেশটির গোয়েন্দারা জানায়, পাঞ্জাব প্রদেশে খালিস্তানপন্থী উগ্রগোষ্ঠীগুলোকে সহায়তা করার জন্যই মূলত ড্রোনের মাধ্যমে বিস্ফোরক পাঠাচ্ছে পাকিস্তান। তাদের দাবি, গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত প্রতি মাসে গড়ে ১০-১৫টি পাকিস্তানের ড্রোনের ভারতে প্রবেশের প্রমাণ মিলেছে।
এদিকে ভারতীয় গোয়েন্দারা জানায়, পাকিস্তানি এসব ড্রোন ‘প্রি-ফেড’ প্রযুক্তির ফলে এরা নির্দিষ্ট তথ্যের অনেক উঁচু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলে নিরাপদে ফিরে যেতে সক্ষম। একই সাথে এগুলো নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনেকটা দূরত্ব পার হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এরফলে এগুলোকে সহজে চিহ্নিত করা যায় না।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০