চাঁপাই ব্যুরো: শিবগঞ্জের সোনামসজিদ ও শিয়ালমারা সীমান্ত থেকে আটক ৯ উট এখন দর্শনার্থীদের বিনোদনের খোরাকে পরিণত হয়েছে। শিবগঞ্জের শুল্ক গুদাম কর্মকর্তার কার্যালয়ে প্রতিদিন উটগুলো দেখতে শত মানুষ ভীড় করছেন। স্থানীয়রা জানান, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত উপজেলার নানান শ্রেণি-পেশার মানুষ উটগুলো এক নজর দেখার জন্য ভিড় করছে। উটগুলো নিলামে বিক্রি করা হবে এমন খবরে হতাশ হচ্ছেন উট দেখতে আসা মানুষরা। শনিবার সকালে শিবগঞ্জ শুল্ক স্টেশনে গিয়ে এমনই চিত্র দেখা যায়। মর্দনা থেকে সাত বছরের শিশুকে সঙ্গে নিয়ে উট দেখতে এসেছেন ময়নুল ইসলাম। তিনি বলেন, লোকমুখে শুনে উট দেখতে এসেছেন। উট দেখতে পেয়ে তিনি ও তার শিশু দারুণ খুশি। তবে একটি কারণে হতাশ। কারণ আগামী ২৪ জানুয়ারি উটগুলো নিলামে জন্য ইতিমধ্যে ঘোষণা দেয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি ভোররাতে শিবগঞ্জ সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারত থেকে ৬ টি উট নিয়ে বাংলাদেশে আসার সময় সোনামসজিদ কোম্পানী সদরের বিজিবি সদস্যরা এবং শিয়ালমারা সীমান্ত দিয়ে ৩ টি উট বাংলাদেশে প্রবেশের সময় শিয়ালমারা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা আরো ৩টি উট জব্দ করে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ রাশেদ আলী ঘটনার সত্যতা শিকার করে জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০