গোমস্তাপুর প্রতিনিধি: সিসিটিভির আওতায় আসছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর পৌর শহর। ইতিমধ্যে পৌর সভার ৫নং ওয়ার্ড এলাকার পুরোটায় সিসিটিভির আওতায় আনা হয়েছে।
পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড এলাকা সিসিটিভির আওতায় আনার প্রক্রিয়া চলছে। পৌর এলাকার প্রধান প্রধান সড়ক সহ গুরত্বপূর্ন স্থান সমূহ প্রথমে সিসিটিভির আওতায় আনা হবে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার রহমান জানান, সম্প্রতি রহনপুর পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। যা পুলিশ পর্যবেক্ষন করছে। ফলে এলাকার আইনশৃংখলা সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০