খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী লায়েক নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত লায়েক মোগলাবাজার থানার কান্দিপুর গ্রামের রহমান আলীর ছেলে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় আধাঘণ্টা সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। এ সময় রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০