খবর২৪ঘণ্টা.কম: সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন জানাতে গিয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ একজন। আর এঘটনায় আহত হয়েছেন ২ জন। -খবর এটিএন নিউজ
এর আগে, আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরানের চেয়ে ৬ হাজার ২০১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।আজ শনিবার স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোট গণনা শেষে বিএনপির প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এনিয়ে দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হলেন তিনি।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মোট ১৩৪টি কেন্দ্রের ফলাফলে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে বদরউদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট।
এর আগে মোট ১৩৪টি কেন্দ্রের মধ্যে স্থগিত হওয়া ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শনিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়।
পুনঃভোটে গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২২২১ জন। এর মধ্যে আজ ভোট পড়েছে ১৩১২টি। তার মধ্যে ধানের শীষে আরিফুল হক পেয়েছেন ১০৪৯ ভোট, নৌকায় কামরান পেয়েছেন ১৭৩ ভোট।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০