সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে গর্ত ধসে দুই দিনে নিহতের সংখ্যা বেড়ে ৬

R khan
ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারির গর্ত ধসে মাটিচাপায় ৬ শ্রমিক নিহত হয়েছেন। পৃথক এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনার সীমান্ত এলাকায় গর্ত ধসে ৫ ও সোমবার দুপুরে শ্রীপুরে গর্ত ধসে আরও একজন মারা যান।

এ নিয়ে গত ১৩ মাসে সিলেটের বিভিন্ন কোয়ারিতে টিলা ও গর্ত ধসে অন্তত ৫০ শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক।

পৃথক এ দুর্ঘটনায় নিহত ছয়জন হলেন- সুনামগঞ্জের মুরাদপুর এলাকার আসকর আলীর ছেলে রুহুল আমিন (২২), একই এলাকার হজরত আলীর ছেলে মতিবুর (৩২), জামালগঞ্জের কলকটা গ্রামের আতাবুর রহমান (৩০) দক্ষিণ সুনামগঞ্জের ছলেরবন গ্রামের আশিক আলী (৩০), সুনামগঞ্জের রইছ উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (৩২) ও দেলোয়ার হোসেন (২৬)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুহেল (১৮), রফিকুল (১৬) ও ফিরোজ আলী (৪৫)। এদের মধ্যে ফিরোজ আলীল অবস্থা আশঙ্কাজনক।

ভোলাগঞ্জে শ্রমিক নিহতের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাথর উত্তোলনে সংশ্লিষ্ট কোয়ারির শ্রমিক সর্দার আব্দুর রউফকে আটক করেছে। এ গর্তের মালিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ।

কোম্পানিগঞ্জে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। গর্তে আরও মরদেহ মাটি চাপা পড়ে আছে বলে জানান তারা।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা সীমান্ত এলাকায় পাথর উত্তোলনের গর্তের মাটি ধসে পড়ে। রাতেই দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোমবার সকাল ১১টার দিকে ওই গর্তে অভিযান চালিয়ে আরও দুটি মরদেহ উদ্ধার করে। এরপর বিকেল ৩টায় একই গর্ত থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) দিলীপ নাথ বলেন, পুলিশ এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, সোমবার দুপুর ১২টায় উপজেলার শ্রীপুর কোয়ারিতে পাথর উত্তোলনের সময় গর্ত ধসে ১০-১২ জন শ্রমিক আহত হন। এদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দেলোয়ার হোসেন মারা যান।

খবর২৪ঘণ্টা.কম/নজ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।