আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সরকারি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীদের হামলা-সংঘর্ষে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই পক্ষের ১১২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত শেষ অঞ্চল ইদলিব প্রদেশে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা শুক্রবার এ তথ্য দিয়েছে।
বৃহস্পতিবার রাতে ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস আরও জানিয়েছে, জিহাদি নিয়ন্ত্রিত ইদলিবের আরেক শহর মারেত আল-নুমানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ৩০ জন সমর্থক নিহত হয়েছেন। মিত্র রাশিয়ার সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনী মারেত আল-নুমান ও পাশের শহর সারাকেবে বিমান হামলা চালায়।
সরকার ও বিদ্রোহী পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও হামলা পাল্টা হামলা শুরু হলে পাশের এলাকাগুলোতে বসবাসরত মানুষজন বাড়ি ছেড়ে পালাতে শুরু করেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০