খবর২৪ঘণ্টা ডেস্ক: তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত পাঁচশ ৯৫ জন কুর্দি গেরিলা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতরা কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকে, পিওয়াইডি ও ওয়াইপিজির সদস্য।
উত্তর সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে গত বুধবার থেকে ‘অপারেশন পিস স্প্রিং’ শুরু করেছে তুর্কি বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক সপ্তাহ পরও কুর্দি বিরোধী এ অভিযান সাফল্যের সঙ্গে অব্যাহত রয়েছে।
সীমান্তের ওপারে সিরিয়ার অংশে তুরস্ক-বিরোধী সন্ত্রাসীরা সমবেত হয়েছে। ওই এলাকা সন্ত্রাসমুক্ত করতেই অভিযান চালানো হচ্ছে বলে দাবি তুরস্কের। তবে তুরস্কের এই অভিযানের বিরোধিতা করে আসছে আন্তর্জাতিক মহল।
গত তিন বছরে তুরস্ক কয়েকবার সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালিয়েছে। সিরিয়ার সরকার তুরস্কের এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং হামলা মোকাবিলার ঘোষণা দিয়েছে।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০