আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের একটি অস্ত্র গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ শিশুসহ কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল রোববার সারমাদা শহরে একটি আবাসিক ভবনের নিচতলায় অবস্থিত অস্ত্রগুদামে এ বিস্ফোরণ ঘটে। ধ্বংসস্তুপের নিচে অনেকেই চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
এএফপি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবরে আরও বলা হয়েছে, ধ্বংসাবশেষ সরাতে বুলডোজার ব্যবহার করা হচ্ছে এবং সেখানে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ চলছে।
দেশটির পর্যবেক্ষণ সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে জানিয়েছে, ওই গুদামটি আল-কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের ছিল। বিস্ফোরণে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
তবে ঠিক কোন কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০