খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: সিরিয়ায় সেনাবাহিনীর একটি বিমানঘাঁটিতে মিসাইল হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সোমবার দিনের শুরুর দিকে হোমস শহরে টি-ফোর বিমানঘাঁটিতে ওই মিসাইল হামলা চালানো হয়। খবর স্কাই নিউজের। সিরিয়ার বিমানবাহিনী আটটি মিসাইল ভূপাতিত করেছে বলে জানিয়েছে, সিরিয়ান গণমাধ্যম।
সন্দেহভাজন এক রাসায়নিক হামলায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ডৌমা শহরে ৭০ জন নিহত হওয়ার ঘটনায় সিরিয়াকে ‘চরম মূল্য দিতে’ হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণের পর এই হামলার খবর এলো। সিরিয়ার গণমাধ্যম বলছে, ওই হামলা ‘একটি মার্কিন আগ্রাসন’ হয়ে থাকতে পারে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ায় কোনো বিমান হামলা চালাচ্ছে না।
বিবৃতিতে আরও বলা হয়, যদিও আমরা পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আর যারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে তাদের জবাবদিহিতার মুখে আনতে কাজ করে যাচ্ছি।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছেন, সিরিয়ায় কাণ্ডজ্ঞানহীন হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। হামলার শিকার এলাকাকে ঘিরে রেখেছে সিরিয়ান সেনাবাহিনী, ফলে বহির্বিশ্বের কেউ সেখানে যেতে পারছে না। পশু আসাদকে সমর্থন দেয়ায় প্রেসিডেন্ট পুতিন, রাশিয়া ও ইরান দায় এড়াতে পারে না। চরম মূল্য দিতে হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০