আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে টাইগাররা।
এদিকে আজকের ম্যাচ জিতলেই ইংল্যান্ডকে টপকে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে আসবে বাংলাদেশ।
এর আগে গত (২৩ ফেব্রুয়ারি) প্রথম ম্যাচে টপ অর্ডারসহ সিনিয়ররা ব্যাট হাতে ব্যর্থ হলেও লোয়ার মিডল অর্ডারের দুই ব্যাটার আফিফ হোসেন ও মেহেদী মিরাজের রেকর্ড জুটিতে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব-উর-রহমান ও ইয়ামিন আহমদজাই।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০