সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে ৫৫০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জে ক্যাম্প কমান্ডার সাকিবুল ইসলাম খান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
আটককৃতরা হলো- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গাংগবাড়ীর লতিফুল রহমানের ছেলে নয়ন মিয়া (২৯) একই উপজেলার ফরিদপুর গ্রামের ময়াজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৩২)।
র্যাব-১২’র ক্যাম্প কমান্ডার সাকিবুল ইসলাম খাঁন জানান, ভোরে সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার রামারচড় চৌরাস্তামোড় এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী আমের ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকের কেবিন তল্লাশি করে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সময় ট্রাকের থাকা নয়ন ও রশিদ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০