খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সায়দাবাদ মহাসড়ক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি দল ওই অভিযান পরিচালনা করে ।
গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার
বাঞ্চারামপুর মধ্যপাড়ার শুকুর আলীর ছেলে সাগর এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া
পাটগাতীর সাত্তার মোল্লার ছেলে শাহাদাৎ মোল্লা।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী
পরিচালক এমএমএইচ ইমরান বলেন, ভৈরব হতে দিনাজপুরের উদ্দেশে যাওয়ার সময় একটি
ট্রাকে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ ওই দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করা হয়। জব্দ করা হয় ট্রাকটি।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। খবর২৪ঘন্টা/এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০